‘শেখ হাসিনা, আ.লীগ এবং তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ বলেছেন, ‘বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, তাদের বিচারের লক্ষ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে।’

বুধবার (২৯ অক্টোবর) চুয়াডাঙ্গা শহর, হাতিকাটা এবং আলোকদিয়াসহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের গণসংযোগ চলাকালীন পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় শামসুজ্জামান দুদু আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনগণের কাছে আহ্বান জানান।

তিনি বলেন, ‘আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানোর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

দুদু উপস্থিত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার এবং সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

তিনি বৈরী আবহাওয়ার মধ্যেও ধানের শীষের গণসংযোগে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Read Previous

গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার

Read Next

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

Most Popular