প্রতিশোধ নিতে চান ‘আলো আসবেই’ গ্রুপের অরুণা বিশ্বাস

অভিনেত্রীর ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সময় বহমান হলেও অতীত কখনোই অকৃতজ্ঞ ও বেঈমানকে ক্ষমা করে না।’

বাংলা সিনেমার নব্বই দশকের অভিনেত্রী অরুণা বিশ্বাস। ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত নানা ইস্যুতে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

বিশেষ করে গেল বছর হোয়াটসঅ্যাপে আওয়ামী ফ্যাসিবাদ সংগঠক গ্রুপ ‘আলো আসবেই’-এর স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর তিনি বেশ কটাক্ষের মুখে পড়েন। সেই গ্রুপের কথোপকথনের এক পর্যায়ে গণঅভ্যুত্থানে আন্দোলনকারী ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি।

এবার এই অভিনেত্রী আর ভুল করতে চান না বলে সামাজিক মাধ্যমে জানান। আজ শুক্রবার (৩১ অক্টোবর) এক পোস্টে তিনি লিখেছেন, ‘সব জমা আছে প্রতিশোধের খাতায়, আর ভুল হবে না।’

অভিনেত্রীর ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সময় বহমান হলেও অতীত কখনোই অকৃতজ্ঞ ও বেঈমানকে ক্ষমা করে না।’

সেই পোস্টের কিছুক্ষণ পর তিনি আরো একটি পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন, ‘বিটিভি নিয়ে কি জ্বলাপোড়া শুরু হইছিল। কেন পোড়া বিটিভিতে আমরা গেলাম? আরে তোরা তো সব সুন্দর ধ্বংস করার জন্য, পোড়ানোর জন্য জন্মাইছিস! আর আমরা জন্মাইছি সৃষ্টি করার জন্য। ওরাই ঈদের অনুষ্ঠানের নামে সব টাকা নিয়া আসছে। তখন লজ্জাও লাগে নাই, ঘেন্নাও লাগে নাই।’

তিনি আরও লেখেন, ‘হা হা হা। এ জন্য এখন শিল্পীরা প্রোগ্রাম করেও টাকা পায় না। আফসোস। বেচারা শিল্পীরা ওদের বিশ্বাস করে কি ভুলই না করছে।’

৫ আগস্ট সরকার পতনের পরই দেশ ছেড়ে কানাডায় পালিয়ে যান অরুণা বিশ্বাস। দেশের বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন সরব, বিভিন্ন ইস্যুতে প্রকাশ করেন নিজের মন্তব্য।

Read Previous

সিলেট বিভাগে আজ রেলপথ অবরোধ

Read Next

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

Most Popular