
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হারের মুখে পড়লে গ্যালারি থেকে ভেসে আসে ‘ভুয়া-ভুয়া’ চিৎকার। লিটন দাস, জাকের আলীদের মতো খেলোয়াড়দের প্রতি রাগ প্রকাশ করতেই এই স্লোগান দেন স্বাগতিক দর্শকরা। এটা মোটেই ভালো লাগেনি ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামির। তিনি বাংলাদেশী সমর্থকদের প্রতি রীতিমতো ক্ষোভ জানিয়েছেন।
টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচটা ছিল ধবলধোলাই এড়ানোর লড়াই। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি দল। ৫ উইকেটে হেরে পুরো সিরিজে ধবলধোলাইয়ের লজ্জা নিতে হয়েছে। খেলোয়াড়দের এমন ফলাফলে ভক্তরা খুবই মর্মাহত।
খেলোয়াড় হিসেবে আগেও অনেকবার বাংলাদেশে এসেছেন স্যামি। এদেশের মানুষের ক্রিকেটপ্রীতি তার ভালো করেই জানা। তাই ক্ষোভের পাশাপাশি ভক্তদের প্রশংসাও করেছেন তিনি। তার পরামর্শ- খারাপ সময়ে দলকে সমর্থন দিন।
স্যামি বলেন, “এদেশের দর্শকরা দারুণ। বাংলাদেশে এলেই তাদের প্রশংসা করি। যদিও এখন খেলি না। তারা সবসময় ভালোবাসা দেখায়। কিন্তু ‘ভুয়া-ভুয়া’ বলে যা করেছে, সেটা পছন্দ হয়নি। জেনেছি এর মানে কী। স্বাগতিক সমর্থক হিসেবে এমন করা ঠিক না। ক্রিকেটাররা সেরাটা দেওয়ার জন্যই মাঠে নামে। তাদের উৎসাহ দিন।”
দর্শকদের এমন আচরণ খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলে বলে মনে করেন স্যামি। তিনি যোগ করেন, “তবু দর্শকদের ভালো বলতেই হয়। তারা নিজেদের দলের ভালো চায়। কিন্তু যত বেশি সমর্থন পাবে, তত ভালো খেলবে ক্রিকেটাররা। অকারণ চাপ দেবেন না। ভক্তদের বলব—খেলোয়াড়দের সঙ্গে সুন্দর ব্যবহার করুন।”
