‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের’ ঘোষণা বুলবুলের

ক্রিকেটকে রাজধানী কেন্দ্রিক না করে প্রতিটি জেলায় জেলায় ছড়িয়ে দিতে প্রথম মেয়াদ থেকেই সচেষ্ট ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের নানা প্রান্তে গিয়ে বিভিন্ন উদ্যোগে হাতও লাগিয়েছেন। এবার অভিনব এক উদ্যোগের ঘোষণা এল বুলবুলের কাছ থেকে। দেশের সব প্রান্তের ক্রিকেট সংশ্লিষ্টদের এক ছাতার নিচে আনতে আয়োজন করতে চলেছেন ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বুলবুল দিয়েছেন এই ঘোষণা। তিনি বলেন, ‘বাংলাদেশের ৬৪ জেলায় ক্রিকেট ছড়িয়ে আছে, আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। এমন সকলকে জানা, বাংলাদেশের ক্রিকেটকে জানা, আমাদের প্রতিটি স্টেকহোল্ডার, যেমন জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা, সকলকে এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে সবাইকে সাহায্য করতে পারব। আমরা সকলে মিলে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারব, সকলকে সম্পৃক্ত করতে পারব।’

এই কনফারেন্স আয়োজিত হবে আগামী ৯ এবং ১০ নভেম্বর। ভেন্যু অবশ্য হবে ঢাকাতেই। তিনি বলেন, ‘দিনশেষে, আমরা সবাই বাংলাদেশে ক্রিকেট খেলব, ক্রিকেট নিয়ে আনন্দ করব। ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। আশা করব, এই কনফারেন্স আমরা সফল করব এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী করব, একে অপরকে জানব এবং এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে।’

সবার পরিকল্পনা শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবেই একে দেখছেন বুলবুল, ‘বাংলাদেশের ক্রিকেটের সংগঠক ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদেরকে এক ছাদের নিচে এনে, বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন, যে মিশন, সকলের সঙ্গে ভাগাভাগি করে আমরা যেন সকলের সেরাটা দিতে পারি, সকলকে জানতে পারি এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে সহায়তা করতে পারি, এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করছি।’

জেলা-উপজেলায় ক্রিকেটের কী হালচাল, সেটাও এই কনফারেন্স থেকে আঁচ করতে চাইছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের যে উদ্দেশ্য, যে ভিশন, সেটা জানতে চাইলে আমাদেরকে প্রথমেই জানতে হবে জেলায়-উপজেলায় কী ক্রিকেট হচ্ছে। জেলা-উপজেলার কথা শোনার জন্য এবং ঢাকা থেকে আমরা বিসিবি কতটুকু সাহায্য করতে পারছি, এই মুহূর্তে জেলা-উপজেলায় শক্তি কতটা আছে, সেটা জানার পর যে গ্যাপটা থাকবে, তা আমরা পূরণ করব। এর মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করব এবং এর মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে পারব ও সবাই ক্রিকেট নিয়ে আনন্দ করতে পারব।’

Read Previous

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত, হতাহত আরও বাড়ার শঙ্কা

Read Next

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী

Most Popular