শিক্ষকদের এমপিও আবেদন নিষ্পত্তি নিয়ে নতুন নির্দেশনা

শিক্ষকদের এমপিও আবেদন বিভাগীয় পর্যায় থেকে নিষ্পত্তির সময় ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে সব আঞ্চলিক অফিস থেকে আবেদন ইএমআইএস সেলে পাঠানো যাবে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের নভেম্বর ২০২৫ যাদের এমপিও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক কার্যালয়ে ৩১ অক্টোবরের মধ্যে শিক্ষা অধিদপ্তরে পাঠানোর সময়সীমা নির্ধারণ ছিলো। সার্ভারে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে নভেম্বর মাসে এমপিওতে সব অঞ্চলের আবেদন নিষ্পত্তির জন্য ৩১ অক্টোবরের জায়গায় ১০ নভেম্বরের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানোর সময়সীমা নির্ধারণ করা হলো।

এর আগে সার্ভার বন্ধে অনলাইনে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) আবেদন নিষ্পত্তি করা যায়নি। ফলে নতুন শিক্ষকরা তাদের আবেদন কোথায় রয়েছে তা জানতেও পারছিলেন না। ফলে কিছুটা অনিশ্চয়তায় পড়েছিলেন শিক্ষকরা। তারা বলছিলেন, এমপিও নিষ্পত্তির সময় বাড়ানো হোক। শিক্ষকদের এমন আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। পরে ‘শিক্ষকদের এমপিও আবেদন নিষ্পত্তির সময় বাড়তে পারে’ –এই শিরোনামেও প্রতিবেদন প্রকাশ করা হয়। এসব প্রতিবেদন নজরে এলে শিক্ষা অধিদপ্তর থেকে আজ এমপিও আবেদন নিষ্পত্তির সময় বাড়ানো হলো।

Read Previous

৫ ব্যাংকের বোর্ড বাতিল হলেও ব্যাংকিং সেবা চালু থাকবে: গভর্নর

Read Next

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

Most Popular