গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে গুপ্ত ফ্যাসিস্ট চক্র সক্রিয়: তারেক রহমান

ফ্যাসিস্ট শক্তির অনুসারীরা বিভিন্ন দলে গুপ্ত অবস্থায় থেকে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ নভেম্বর) মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা কারো কারো ভূমিকা এখন দেশ গড়ার নতুন সুযোগকে বিনষ্ট করার পায়তারা হিসেবে দেখা যাচ্ছে। দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে।”

তিনি সতর্ক করে বলেন, “ফ্যাসিবাদ থেকে রক্ষা পেতে কেউ কেউ অতীতে যেভাবে গুপ্ত উপায় অবলম্বন করেছিল, বর্তমানে কথিত ফ্যাসিবাদী অপশক্তি একই কৌশলে দেশের গণতন্ত্র উত্তরনের পথকে বাধাগ্রস্ত করছে কিনা, তা গভীরভাবে লক্ষ্য রাখতে হবে।”

তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরাজিত শক্তি যেন কোনো দলের আড়ালে গুপ্ত থেকে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ না পায়। এ ধরনের গুপ্ত অপশক্তি মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।”

৫ আগস্টের পর পালিয়ে যাওয়া শক্তির প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ওই অপশক্তি এখনো সুযোগের অপেক্ষায় আছে। তারা কোনো দলের ছদ্মবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই জাতীয় ঐক্যই হতে পারে সেই কৌশল মোকাবিলার একমাত্র উপায়।”

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার ও আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার সম্পর্ক সমুন্নত রেখেছে। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার গঠনই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন এই সরকারের কাজ নয়।”

জুলাই ঘোষণায় বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমরা সরকারের ওপর কোনো চাপ সৃষ্টি না করে ভিন্নমতের জায়গা থেকে নোট অব ডিসেন্ট দিয়েছি। এটিই বিএনপির ডিসেন্ট ওয়ে।”

Read Previous

পাকিস্তান-ভারত যুদ্ধে বিমান বিধ্বস্ত নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

Read Next

২৩ কর্মকর্তা বদলি করেছে ইসি

Most Popular