রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (৮ নভেম্বর) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বাহারুল আলম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মকর্তারাই মূল ভরসা। তাদের সততা, পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপই জনগণের আস্থা অর্জনের চাবিকাঠি।” তিনি কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
সভায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন এবং নির্বাচনকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ টহল, তথ্য আদানপ্রদান এবং গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
