সাম্প্রতিক দুর্ঘটনার পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।
যদিও ছুটি বাতিলের কারণ ওই আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রোরেল পরিচালনা ও নির্মাণ প্রকল্পে সাম্প্রতিক দুর্ঘটনা এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটি বাতিল সম্পর্কিত দুটি চিঠি ইস্যু করা হয়েছে। একটি চিঠিতে বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। অন্য চিঠিতে ডিএমটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের ছুটি বাতিল সংক্রান্ত আদেশ বাস্তবায়নে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হলো।
