পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (১০ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এসআই আব্দুর রহমান।
পুলিশ কর্মকর্তা বলেন, এমন একটি ঘটনা শুনেছি। তবে আমাদের এলাকার মধ্যে পড়েনি, সেটা পড়েছে সূত্রাপুর থানার মধ্যে। ঘটনা সত্য।
ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, বেলা ১১টায় ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে কে বা কারা তাকে গুলি করে। পরে মেডিকেল কলেজটির একজন স্টাফ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানা যায়নি।
Tags: গুলি করে হত্যা পুরান ঢাকা
