আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) সকালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী ঢাকা পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ভোর ৫টার দিকে ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় পার্কিং করা ওই গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, ভোরে সরকার মার্কেট এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে বাসটির ভেতরে আগুনে পুড়ে গিয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল দুষ্কৃতিকারীরা এসে ওই বাসে আগুন দেয়। এ ঘটনায় জড়িতের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Read Previous

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ

Read Next

ঢাকায় আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী

Most Popular