রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে ঢাকায় এনে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব-৩ পৃথক বার্তায় গ্রেফতারের এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা আশরাফুল হক (৪২) কাঁচামালের ব্যবসা করতেন। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তিনি বন্ধু জরেজের সঙ্গে ব্যবসার কাজে ঢাকায় এসেছিলেন। বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে কথা হলেও এরপর থেকেই তার খোঁজ মিলছিল না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরবর্তীতে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে।
এ ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন নিহত আশরাফুলের বোন।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে।
অপরদিকে, র্যাব-৩ এক বিবৃতিতে জানায়, তারা আশরাফুলকে হত্যা করে লাশ খণ্ড-বিখণ্ড করার মামলার মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার পূর্ণাঙ্গ মোটিভ এবং হত্যাকাণ্ডের কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী দুই সংস্থা।
