প্রাথমিক শিক্ষা অধিদফতরের দুই পদে নিয়োগে জরুরি নির্দেশনা

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) ২০১৬ সালের নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করতে দুই পদের প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদে আবেদনকারী প্রার্থীদের ১৯ নভেম্বরের মধ্যে অনলাইন আবেদনে নতুন রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ডিপিইয়ের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড না করলে প্রবেশপত্র ইস্যু করা যাবে না, ফলে প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। বিজ্ঞপ্তিটি “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করেছে অধিদফতর।

ডিপিই জানায়, ২০১৬ সালের ৩ অক্টোবর জারি করা স্মারক অনুযায়ী সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী এই চারটি পদে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে শুধু দুইটি পদের আবেদনকারীদের তথ্য পুনরায় সংগ্রহ ও হালনাগাদের জন্য এবার নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদফতর আরও জানায়, নির্ধারিত পোর্টালে পুরোনো ছবি বা ভুল তথ্য আপলোড করলে আবেদন বাতিল হতে পারে। তাই সময়ের মধ্যে সঠিক ছবি ও স্বাক্ষর আপলোড করতে প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।

Read Previous

ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : মির্জা ফখরুল

Read Next

জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার

Most Popular