৩য় বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা, পাত্রী কে?

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এবারের জীবনসঙ্গী হলেন চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) স্থানীয় সময় সকালে এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

​অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ দুজনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিউ ইয়র্কের কুইন্সে ঘরোয়া পরিবেশে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
​পাত্রী মুশফিকা মাসুদ পেশায় একজন চিত্রনাট্যকার এবং পরিচালক। তিনি যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন। তার তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে পুরস্কৃত হয়েছে।

​বিয়ের বিষয়টি এই দম্পতি নিজেরাই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাদের এই নতুন জীবনের সূচনায় উচ্ছ্বসিত দুই তারকাই। মুশফিকা মাসুদ গণমাধ্যমকে জানান, “অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ।” অন্যদিকে, অমিতাভ রেজা তার আবেগ প্রকাশ করে বলেন, “ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে। কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য।”
​বিয়ের কয়েক ঘণ্টা আগে অমিতাভ রেজা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মুশফিকা মাসুদের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করেন এবং লেখেন:
​”কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন …।”

​বেশ কিছুদিন ধরেই নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নিউ ইয়র্কে অবস্থান করছেন। জানা গেছে, মাসখানেক পরে তিনি সস্ত্রীক দেশে ফেরার পরিকল্পনা করছেন।
​প্রসঙ্গত, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি ২০০৭ সালে অভিনেত্রী নওরিন হাসান খান জেনী এবং ২০১৪ সালে অভিনেত্রী মিম রশীদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে সেই দুটি সংসারেরই ইতি ঘটে।

Read Previous

ব্যবসায়ীর ২৬ টুকরা মরদেহ উদ্ধার: বন্ধু ও তার প্রেমিকা গ্রেফতার

Read Next

স্ত্রীর গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী

Most Popular