রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

রাজধানীর মিরপুর ও হাতিরঝিল এলাকায় পৃথক চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ের ভেতরে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ওপর থেকে নিচে সড়কে দুর্বৃত্তরা আরেকটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলের কাছে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ গণমাধ্যমকে জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে, দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অন্যদিকে, মিরপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Read Previous

যুক্তরাষ্ট্র থেকে এলো গমের তৃতীয় চালান

Read Next

এশিয়ান কাপ বাছাই: ফিরতি লেগ খেলতে রায়ানকে নিয়ে ঢাকায় ভারত

Most Popular