স্বল্পমূল্যের পণ্য নিয়ে সাধারণ জনগণকে সুখবর দিল টিসিবি

ফ্যামিলি কার্ডের বাইরেও সাধারণ জনগণ স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১১৫ টাকা লিটার, চিনি ৮০ আর মশুর ডাল ৭০ টাকা কেজি দরে কিনতে পারবে তারা।

রাজধানী ছাড়া দেশের কয়েকটি জেলায় আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) থেকে (শুক্রবার বাদে) ১৪ দিন নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খোলা ট্রাকে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুর ইত্যাদি জেলায় টিসিবি পণ্যের ট্রাক যাবে।

আরও বলা হয়, ফ্যামিলি কার্ডের বাইরে সবাই এসব পণ্য কিনতে পারবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবে। প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা লিটার, চিনি ৮০ আর মশুর ডাল ৭০ টাকা কেজি দরে কিনতে পারবে তারা।

প্রতিদিন ৬১টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে ৫০০ জন ভোক্তা জন্য পণ্য বরাদ্দ থাকবে বলেও জানায় টিসিবি।

Read Previous

হিরো আলম গ্রেপ্তার

Read Next

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন ইউরোপীয় ইউনিয়নের

Most Popular