এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগ খেলতে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে ভারত জাতীয় ফুটবল দল। আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের জন্য ভারতের ২৩ সদস্যের দলে চমক হিসেবে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নতুন নাগরিক রায়ান উইলিয়ামসকে।
৩২ বছর বয়সী স্ট্রাইকার রায়ান উইলিয়ামসের জন্ম এবং বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। তিনি ২০১৯ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছিলেন। বেঙ্গালুরু এফসি’র হয়ে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার সুবাদে ভারতীয় ফুটবলের প্রতি তার আগ্রহ তৈরি হয়।
ভারতের প্রধান কোচ খালিদ জামিল তাকে জাতীয় দলে সুযোগ দিলেও, আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে খেলার জন্য তাকে অপেক্ষা করতে হবে ফিফা এবং এএফসি’র অনুমোদনের জন্য। সেই অনুমোদনের প্রক্রিয়া চলছে এবং ফল জানা যাবে ১৭ অক্টোবর। এর একদিন পরই ১৮ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের জন্য একটি উল্লেখযোগ্য বিষয় হলো, দলের অভিজ্ঞ তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রীকে ছাড়াই তারা ঢাকায় এসেছে। এর আগে গেলো ২৫ মার্চ, শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে গোলশূণ্য ড্র হওয়া ম্যাচে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন ছেত্রী। তবে এই ফিরতি লেগে তাকে ছাড়াই দলের রক্ষণ ও আক্রমণভাগ সাজাতে হবে ভারতীয় কোচকে।
অন্যদিকে, প্রথম লেগে শিলংয়ে শক্তিশালী ভারতের সাথে গোলশূণ্য ড্র করে আত্মবিশ্বাস অর্জন করেছিল জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ঘরের মাঠে দর্শকদের সামনে ফিরতি লেগে পূর্ণ পয়েন্ট অর্জন করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
