যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন, চীনের কড়া প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

রোববার (১৬ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনা সামরিক বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ফিলিপাইনের এমন ‘উসকানিমূলক কার্যক্রম’ অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া উত্তেজনা আরও না বাড়াতে ম্যানিলাকে আহ্বান জানিয়েছে তারা।

চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি বলেন, ফিলিপাইন অঞ্চল-বহির্ভূত দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনা করে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা ‘বিঘ্নিত’ করছে। তিনি আরও জানান, পিএলএ গত শুক্রবার দক্ষিণ চীন সাগরে একটি নিয়মিত মহড়া পরিচালনা করেছে। এ মহড়ায় বোমারু বিমানও অংশ নেয়।

ফিলিপাইনের এই যৌথ মহড়া ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও জাপান মেরিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সঙ্গে অনুষ্ঠিত হয়। ফিলিপাইন সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মহড়াটিতে একাধিক নৌযান ও বিমান নিয়ে সমন্বিত সামরিক অভিযান চালানো হয়েছে। তারা জানায়, এসব মহড়া দেশের সার্বভৌম অধিকার রক্ষা এবং মিত্রদের সঙ্গে সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতিরই প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, এই কার্যক্রমগুলো দক্ষিণ চীন সাগরে নৌচলাচলের স্বাধীনতা রক্ষা, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদারে ফিলিপাইনের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।

Read Previous

দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

Read Next

আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

Most Popular