বাহুবলী নির্মাতার নতুন ছবি ‘বানারাসী’র প্রথম ঝলকেই বিশ্বজুড়ে আলোড়ন

অস্কারজয়ী ‘আরআরআর’- এর পর আবারও বড় পর্দায় ফিরছেন ভারতের বিখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে জমকালো আয়োজনে তাঁর নতুন ছবি ‘বানারাসী’- র নাম ও প্রথম ঝলক উন্মোচন করা হয়। উন্মোচনের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। রামোজি ফিল্ম সিটিতে ৫০ হাজার ভক্তের গর্জন হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে অনুষ্ঠিত হয় উন্মোচন অনুষ্ঠান।

প্রায় ৫০ হাজার দর্শকের গর্জনে মুখর হয়ে ওঠে রাতের আকাশ। ‘জয় বাবু, জয় জয় বাবু!’ স্লোগানে মঞ্চে যখন উত্তেজনা তুঙ্গে, তখনই প্রকাশ করা হয় ছবির প্রথম ঝলক। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হয় ছবির জনপ্রিয় গান ‘সঞ্চারী’, গেয়েছেন শ্রুতি হাসান। গানটির সুরকার ‘আরআরআর’-এর অস্কারজয়ী সংগীত পরিচালক এম এম কিরাবাণী। তিনি পাশাপাশি তুলে ধরেন ছবির প্রধান খলনায়ক ‘কুম্ভের’ চরিত্রের সংগীত–পরিচিতি। চরিত্রটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে দেখা যাবে ‘মন্দাকিনী’ চরিত্রে, আর মহেশ বাবু থাকছেন ‘রুদ্র’ রূপে প্রযুক্তিগত বিলম্বের পর এলইডি স্ক্রিনে শুরু হয় প্রথম ফুটেজ। রাজামৌলি জানান, ‘বানারাসী’–র গল্প বিস্তৃত হাজার বছরজুড়ে- প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত। ছবির একটি উল্লেখযোগ্য অংশ অনুপ্রাণিত হয়েছে রামায়ণ-এর একটি অধ্যায় থেকে।

পরিচালক বলেন, “ছোটবেলা থেকেই ‘মহাভারত’–স্তরের একটি স্বপ্নের ছবি বানানোর ভাবনা ছিল। ‘বানারাসী’ সেই ভাবনারই অংশ। রামায়ণ থেকে একটি বড় স্তম্ভ রাখতে চেয়েছিলাম।” তিনি জানান, ইতিমধ্যে ছবির ৬০ দিন শুট সম্পন্ন হয়েছে, এবং প্রতিটি দিন ছিল নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জে ভরা। “এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সিনেমাগুলোর একটি হবে। আর মহেশের ক্যারিয়ারেও সেরা মুহূর্তগুলো তৈরি করবে,”- বললেন রাজামৌলি। ছবির বহু দৃশ্য শুট হয়েছে আইম্যাক্স ফরম্যাটে। বিশাল ১০০ ফুট এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয় প্রথম ঝলকের কয়েকটি অংশ। তারকাদের প্রতিক্রিয়া পৃথ্বীরাজ সুকুমারন বলেন, “এটা ভারতীয় সিনেমার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প।

ছবিটি ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে। এই প্রথম ঝলকই নিশ্চিত করেছে, রাজামৌলির নতুন ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। এখন অপেক্ষা সিনেমার পরবর্তী আপডেট ও পূর্ণাঙ্গ ট্রেলারের।

Read Previous

পালং শাক খেলে শরীরে কী ঘটে – জানালেন পুষ্টিবিদরা

Read Next

ডেঙ্গুতে আজও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

Most Popular