মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাসহ ৩ আসামির রায় আজ

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলায় আসামি হিসেবে আছেন- ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (পলাতক), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (পলাতক) এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বেলা ১১টায় এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আদালত এই মামলার রায়ের দিন ধার্য করেছিলেন।

গণমাধ্যম ও জনসাধারণের স্বার্থে ট্রাইব্যুনাল-১-এর ভেতর থেকে রায় ঘোষণার প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে এই সম্প্রচার দেখা যাবে। তবে সম্প্রচারের সময় বিচারকদের সরাসরি দেখা না গেলেও, তাদের ঘোষণা করা রায়ের অডিও দর্শকেরা শুনতে পাবেন বলে জানা গেছে।

আদালতের এই রায়কে ঘিরে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

Read Previous

আজকের রাশিফল: ১৭ নভেম্বর ২০২৫

Read Next

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

Most Popular