মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চললেও সরকার তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
রিজওয়ানা হাসান বলেন, “আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই। বরং বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে; প্রাণহানি ঘটছে—এটাই আমাদের মূল উদ্বেগ।”
তিনি বলেন, “অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা সেই পর্যায়ে যেতে পারবে না।”
উপদেষ্টা আরও জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে সহিংসতা উসকে দিতে কিছু মহল চেষ্টা চালালেও জননিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
