বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুমানও ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুমানও ‘অস্বাস্থ্যকর’

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে বায়ুদূষণ। দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও আবারও অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছেছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচকে দেখা যায়, একিউআই ১৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩তম স্থানে রয়েছে ঢাকাটি। একিউআই (AQI) – এর এই মাত্রা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

দিল্লিতে ভয়াবহ দূষণ

একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ‘গুরুতর ঝুঁকিপূর্ণ’ বায়ুমানের শীর্ষে রয়েছে ৪৯৮ একিউআই নিয়ে, যা চলাচলকারী নাগরিকদের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোর – এর স্কোর ১৯৬, তৃতীয় স্থানে ভারতের কলকাতার স্কোর ১৯৩।
চতুর্থ স্থানে আছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (স্কোর ১৮২) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি (স্কোর ১৮১)।

একিউআই মাত্রায় যা জানায় – স্কোর ০ – ৫০ : ভালো
৫১- ১০০ : মাঝারি
১০১ – ১৫০:সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১ – ২০০ : অস্বাস্থ্যকর
২০১ – ৩০০ : খুব অস্বাস্থ্যকর – শিশু, প্রবীণ, অসুস্থদের ঘরের ভেতরে থাকতে পরামর্শ
৩০১ – ৪০০ : ঝুঁকিপূর্ণ – নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুম ঘনিয়ে আসায় ধুলো, যানবাহনের নির্গমন, নির্মাণকাজ ও শিল্পকারখানার ধোঁয়া মিলে ঢাকায় বায়ুদূষণ বেড়ে যেতে পারে। দ্রুত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও তারা মনে করছেন।

Read Previous

আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

Read Next

আজকের রাশিফল: ১৭ নভেম্বর ২০২৫

Most Popular