
বাংলাদেশ-ভারত লড়াই মানে বাড়তি উন্মাদনা-উত্তেজনা। আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ হোম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আজ দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের কোচকে ঘুরেফিরে বাংলাদেশের হামজা চৌধুরীকে নিয়েই প্রশ্নের উত্তর দিতে হয়েছে।
হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবলের দলীয় শক্তি বেড়েছে। ইতোমধ্যে হামজা ৬ ম্যাচ খেলে চারটি গোলও করেছেন। হামজাকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে ভারতের কোচ খালিদ জামিল বলেন,‘বাংলাদেশ ভালো দল। কোয়ালিটি খেলোয়াড় রয়েছে অনেক। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না।’
এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে ভারত ছিল র্যাংকিংয়ের শীর্ষ দল। বাংলাদেশের মতো ভারতও দুই ম্যাচ আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ভারতের ফুটবলের অধঃগতি কেন? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন গতানুগতিক,‘আমরা আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি।’ আগামীকালের ম্যাচটি এশিয়ান কাপের বাছাই হলেও মূলত নিয়মরক্ষারই। এরপরও ম্যাচটি গুরুত্বের সঙ্গে দেখছেন ভারতীয় কোচ, ‘এটা প্রীতি ম্যাচ নয়, এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। আমরা ম্যাচটি জিততে চাই।’
আগামীকাল রাত আটটায় ফ্লাডলাইটের আলোয় বাংলাদেশ-ভারত ম্যাচ। অথচ ম্যাচের আগের দিন জাতীয় স্টেডিয়ামে ভারত দল অনুশীলন করেছে সকাল নয়টায়। খেলার ৩৬ ঘণ্টা আগে অনুশীলনের ব্যাখ্যা দিলেন কোচ এভাবে, ‘খেলার আগের দিন আমরা এভাবেই অনুশীলন করি। এটা সাধারণ নিয়ম আমাদের কাছে।’
বাংলাদেশ-ভারত ম্যাচে সবচেয়ে আলোচিত নাম ছিল সুনীল ছেত্রী। তার অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ অনেক ম্যাচ জিততে পারেনি আবার কখনো হেরেছেও। সুনীল গত বছর অবসর নিয়েছিলেন। এরপর তাকে অবসর থেকে ফিরিয়ে আনেন ভারতের সাবেক স্প্যানিশ কোচ। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সুনীল বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেনও। এবার অ্যাওয়ে ম্যাচে তাকে দলে রাখেননি কোচ জামিল। সুনীলকে নিয়ে প্রশ্ন হলে জামিলের সরাসরি উত্তর, ‘সে অবসর নিয়েছে।’
খালিদ জামিল ভারতের সাবেক ফুটবলার। তিনি নিজেও বাংলাদেশ-ভারত ম্যাচ খেলেছেন। বাংলাদেশ-ভারত ম্যাচের স্মৃতি নিয়ে কোচ জামিল বলেন,‘দুই দলের খেলোয়াড়রা এই ম্যাচ সম্পর্কে জানে। সবাই অনেক সিরিয়াস থাকে।’ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচকে প্রতিপক্ষ বাংলাদেশ, তার দলের পরিকল্পনাসহ নানা প্রশ্নই করেছিলেন সাংবাদিকরা। ঘুরে ফিরে তিনি,‘আমরা আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি’-এই বিষয়টি বারবার বলছিলেন।
