শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

জুলাই গণঅভ্যুত্থানের সময় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ আটক হয়েছেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন। লাভলু মোল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ডের সঙ্গে লেখা ছিল “আই ডোন্ট কেয়ার।”

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রক্টোরিয়াল টিম এবং শিক্ষার্থীরা তাকে থানায় নিয়ে আসেন। তারা জানিয়েছে যে, লাভলু মোল্লাহ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।”

ওসি আরও জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। “লাভলুকে গ্রেফতার বা হেফাজতে রাখার বিষয়টি আইন অনুযায়ী পরিচালনা করা হচ্ছে,” তিনি বলেন।

এর আগে সোমবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুক প্রোফাইলে লিখেন, “লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। তাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।”

Read Previous

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

Read Next

ছয় গোলের উৎসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি

Most Popular