রংপুরে বেড়েছে সবজি-কাঁচামরিচের দাম, কমেছে ডিমের

রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজিসহ কাঁচামরিচের দাম। তবে দাম কমেছে পেঁয়াজ ও পোলট্রি মুরগির ডিমের। এছাড়া অপরিবর্তিত রয়েছে মাছ-মাংস ও চাল-ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১০০-১১০ টাকা। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১১০-১২০ টাকা। আর পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা।

সবজি বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে টমেটো ১৪০-১৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬০-১৮০ টাকা, গাজর গত সপ্তাহের মতোই ১৮০-২০০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ঝিংগা ৪০-৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৯-৬০, মুলা ৩০-৩৫ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৭০ টাকা, বাঁধাকপি ৫০-৬০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, চালকুমড়া (আকারভেদে) আগের মতো ৪০-৫০ টাকা, কাঁচকলার হালি ২০-২৫ টাকা, দুদকুষি ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৪০-৫০ টাকা, চিকন বেগুন ৪০-৫০ টাকা থেকে বেড়ে ৫০-৬০, গোল বেগুন ৭০-৮০ টাকা থেকে বেড়ে ৯০-১০০, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা, পটল ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৫০-৫৫ টাকা, বরবটি আগের মতোই ৭০-৮০ টাকা, শিম ৭০-৮০ টাকা থেকে বেড়ে ১০০-১১০, পেঁপে আগের মতো ২০-২৫ টাকা, শসা ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৭০ টাকা, করলা ৫০-৬০ টাকা থেকে লাফিয়ে হয়েছে ৮০-৯০ টাকা, লাউয়ের দাম বেড়ে (আকারভেদে) ৫০-৬০ টাকা, কচুরলতি ৫০-৬০ টাকা, কচুর বই ৩০-৪০ টাকা, লেবুর হালি ১৫-২০ টাকা, ধনেপাতা ৮০-১০০ টাকা থেকে বেড়ে ১০০-১২০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Read Previous

ভাত খেলেই কি ক্লান্তি আর ঘুম আসে? এর বৈজ্ঞানিক কারণ জানালেন বিশেষজ্ঞরা

Read Next

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

Most Popular