টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড

নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে ম্যাচে শাই হোপের অসাধারণ সেঞ্চুরি দিয়েও জয় পেল না ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ ওভারের ম্যাচে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করে তিন বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে অগ্রগামী স্বাগতিকরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১০ম ওভারেই দলীয় স্কোর ৩৮/২। এরপর উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা। তবে ইনিংসের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। একদিকে ব্যাটাররা ফিরলেও লড়াই চালিয়ে যান তিনি।

৬৯ বলে ১৩ চার ও ৪ ছয়ে অপরাজিত ১০৯ রানে ইনিংস শেষ করেন হোপ। তার ব্যাটে ৮৬ রানে ৫ উইকেট হারানো দল সংগ্রহ করে লড়াইয়ের মতো ২৪৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন আকিম অগুস্তে, জাস্টিন গ্রিভস ও রোমারিও শেফার্ড। নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ নেন ৪ উইকেট এবং কাইল জেমিসন ঝুলিতে ভরেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে ব্ল্যাকক্যাপস। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর ওপেনিং জুটিতে মাত্র ১৬ ওভারে আসে ১০৬ রান। রাচিন ৫৬ রানে বিদায় নিলেও কনওয়ে খেলেন ম্যাচ জয়ের ভিত্তি গড়া ৯০ রানের ইনিংস।

শেষ দিকে কিছু উইকেট হারিয়ে চাপ তৈরি হলেও টম ল্যাথাম ও মিচেল স্যান্টনার সাবলীলভাবে ম্যাচ শেষ করেন। স্যান্টনার ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে অপরাজিত ৩৪ রানে ম্যাচ শেষ করেন। ল্যাথাম থাকেন ৩৯ রানে অপরাজিত। আগামী শনিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Read Previous

দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক, অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ

Read Next

জামদানি শাড়ি-শাপলা ফুলের ন্যাশনাল কস্টিউমে মিথিলা

Most Popular