দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর ও অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে নিয়ে যাওয়া হয়।
সোহেলের স্ত্রী জানান, তাকে তুলে নেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা আশরাফুল নামের এক পুলিশ সদস্য জানিয়েছেন, ডিবি প্রধান তার (সোহেল) সঙ্গে কথা বলতে চান এবং আলাপ শেষে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক সোহেলকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তিনি বলেন, “তাকে এখানেই (ডিবি কার্যালয়) আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রয়োজনেই তাকে ডাকা হয়েছে।”
তবে কোন অভিযোগ বা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তা স্পষ্ট করেননি তিনি।
এদিকে সোহেলকে তুলে নেওয়ার ঘটনায় তার পরিবার ও সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
