রমজানে পণ্যের দাম কম রাখতে সরকার কাজ শুরু করেছে, অর্থ উপদেষ্টা

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল ও ভোক্তাবান্ধব রাখতে এখন থেকেই নানা উদ্যোগ গ্রহণ করছে সরকার। রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের আমদানি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, “রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে। এলসি খোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে অনেক বেশি নমনীয় হয়েছে।”

তিনি আরও বলেন, রমজানে মানুষের অতিরিক্ত ভোগ্যপণ্যের চাহিদা থাকে। সেই চাহিদা পূরণে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এখন থেকেই পরিকল্পিতভাবে অগ্রিম উদ্যোগ নিয়েছে সরকার। পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমদানি, মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, “রমজানে পণ্যের দাম বাড়ার প্রবণতা রোধে আমরা আগে থেকেই কাজ শুরু করেছি। বাজারে যাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে।”

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে চাল, গমসহ নিত্যপণ্যের আমদানির প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলেও তিনি জানান।

Read Previous

ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

Read Next

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা

Most Popular