ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

ঢাকা: মেট্রোরেলের যাত্রীদের জন্য এবার এক নতুন সুবিধা আসছে। স্টেশনে লাইনে না দাঁড়িয়েই এখন ঘরে বসে অনলাইন পেমেন্টের মাধ্যমে স্থায়ী কার্ড (র‍্যাপিড পাস ও এমআরটি পাস) রিচার্জ করা যাবে। আগামী ২৫ নভেম্বর থেকে এই নতুন সেবাটি চালু হতে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন এই গুরুত্বপূর্ণ সেবার উদ্বোধন করবেন। এই ব্যবস্থা চালু হলে যাত্রীদের মূল্যবান সময় বাঁচবে এবং স্টেশনে ভিড় কমে ভোগান্তি লাঘব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যেভাবে রিচার্জ করা যাবে কার্ড
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্র জানায়, নতুন ব্যবস্থায় সকল ধরনের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রিচার্জ করা যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: অনলাইন ব্যাংকিং, ব্যাংক ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট।

ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “এটি চালু হলে স্টেশনে লাইন ধরে স্থায়ী কার্ড রিচার্জ করতে হবে না। যাত্রীদের সময় বেঁচে যাবে, ভোগান্তি কমবে।”

রিচার্জের পর করণীয়
অনলাইনে টাকা ভরার পর গ্রাহককে একবারের জন্য তার কার্ডটি স্টেশনে থাকা বিশেষ যন্ত্রে স্পর্শ করাতে হবে। এই যন্ত্রটি অ্যাড ভ্যালু মেশিন (AVM) নামে পরিচিত। কার্ডে রিচার্জের পরিমাণ হালনাগাদ (আপডেট) করার জন্যই এই পদক্ষেপটি বাধ্যতামূলক করা হয়েছে।

প্রাথমিকভাবে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটে থাকা লিংকে গিয়ে এই রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, আগামী মাসেই এই সেবার জন্য একটি অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে রিচার্জ আরও সহজলভ্য হবে।

বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহৃত হয়:

এমআরটি পাস: এটি মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিজস্ব কার্ড।

র‍্যাপিড পাস: এটি ডিটিসিএ সরবরাহ করে এবং মেট্রোরেল ছাড়াও বাস, ট্রেনসহ অন্যান্য গণপরিবহনেও ব্যবহার করা যায়।

নতুন অনলাইন ব্যবস্থায় এই দুই ধরনের কার্ডই রিচার্জ করা সম্ভব হবে। স্থায়ী কার্ডের লেনদেন নিয়ন্ত্রণের কেন্দ্র, অর্থাৎ নিকাশ ঘর (ক্লিয়ারিং হাউস) ডিটিসিএর অধীনে রয়েছে। ঘরে বসে রিচার্জের কাজে সহযোগিতা করছে বেসরকারি প্রতিষ্ঠান ‘ডেটা সফট‘।

বর্তমানে মেট্রোরেল ব্যবহার করে দিনে গড়ে প্রায় পৌনে ৫ লাখ যাত্রী যাতায়াত করেন। নতুন এই অনলাইন ব্যবস্থা বিপুল সংখ্যক যাত্রীর যাত্যয়াতকে আরও দ্রুত ও আরামদায়ক করতে সহায়ক হবে।

Read Previous

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা

Read Next

রমজানে পণ্যের দাম কম রাখতে সরকার কাজ শুরু করেছে, অর্থ উপদেষ্টা

Most Popular