আয়না পরিষ্কার করা সহজ মনে হলেও বাস্তবে তা অনেকের কাছে ঝামেলার বিষয় হয়ে থাকে। ভুল পদ্ধতি বা অনুপযুক্ত ক্লিনার ব্যবহার করলে আয়নায় দাগ, ছোপ বা ঝাপসা ভাব দেখা দেয়। তবে ঘরের সহজ দুটি উপকরণ-সাদা ভিনেগার ও বেইকিং সোডা-ব্যবহার করলে আয়না সহজেই ঝকঝকে ও দাগহীন রাখা যায়।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত বলেন, “দাগহীন আয়নার মূল রহস্য লুকিয়ে আছে সঠিক উপকরণ ও সঠিক কাপড় নির্বাচনের মধ্যে।”
ভিনেগার ও পানি মিশ্রণ ব্যবহার:
প্রথমে একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে নিতে হবে। পানি সম্ভব হলে ছেঁকে ফুটিয়ে নেওয়া উচিত, কারণ এতে থাকা খনিজ উপাদান আয়নায় দাগ তৈরি করে। মিশ্রণটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে দাগে ব্যবহার করা যায়। চাইলে বাজারে পাওয়া গ্লাস ক্লিনারও ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই আয়না বা কাচের জন্য বিশেষভাবে তৈরি কিনা নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, “স্প্রে করার সময় সরাসরি আয়নায় স্প্রে না করে মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করা ভালো। এতে আয়নার পেছনের রুপালি আস্তরণের মধ্যে তরল ঢুকে কালচে দাগ তৈরি হয় না। তবে দ্রুত কাজ করতে পারলে সরাসরি আয়নায় স্প্রে করাও যেতে পারে।”
সঠিক ধারায় মোছা:
অনেকে বৃত্তাকারে আয়না মুছেন, যা দাগ ফেলার প্রধান কারণ। সঠিক পদ্ধতি হলো ‘এস-আকৃতিতে’ ওপর থেকে নিচে মোছা। এতে প্রতিটি অংশ একবারে পরিষ্কার হয় এবং কাপড়ে জমে থাকা ময়লা পুনরায় আয়নায় ফিরে আসে না।
কঠিন দাগের জন্য বেইকিং সোডা:
যেসব এলাকায় পানিতে খনিজ উপাদান বেশি থাকে, সেখানে আয়নায় সাদা বা বাদামি দাগ দেখা দেয়। এই ‘হার্ড ওয়াটার স্টেইন’ দূর করার জন্য একটি ছোট পাত্রে সমপরিমাণ বেইকিং সোডা ও পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। দাগের ওপর পেস্ট লাগিয়ে শুকতে দিতে হবে, এরপর ভেজা কাপড়ে মুছে শুকনা কাপড়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
আয়না ঝাপসা হওয়ার কারণ ও প্রতিকার:
খনিজ পানি: খনিজযুক্ত পানি শুকিয়ে গেলে আয়নায় ক্ষুদ্র কণার কারণে ঝাপসা ভাব হয়।
ক্ষতিকর রাসায়নিক ব্যবহার: ব্লিচ, অ্যামোনিয়া বা সাবানযুক্ত ক্লিনার আয়নার রঙ ও আস্তরণ নষ্ট করে। তাই বিশেষভাবে আয়নার জন্য তৈরি ক্লিনার বা ঘরোয়া উপকরণ ব্যবহার করতে হবে।
নিয়মিত পরিচর্যা ও স্টিম ক্লিনার ব্যবহার:
নিয়মিত পরিষ্কার রাখলে আয়না ঝকঝকে থাকে। আধুনিক উপায়ে, স্টিম ক্লিনারও ব্যবহার করা যায়। গরম বাষ্প দিয়ে আয়না পরিষ্কার করলে অতিরিক্ত রাসায়নিক ছাড়াই আয়না নতুনের মতো ঝকঝকে হয়ে যায়।
পরিশেষে, আয়না পরিষ্কারের আগে ধুলা-ময়লা ভালোভাবে ঝেড়ে নেওয়া অপরিহার্য। এরপর ব্যবহার করতে হবে তরল মিশ্রণগুলো। নিয়মিত পরিচর্যা করলে আয়না দীর্ঘদিন ঝকঝকে থাকে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।
