শহীদ মিনারে আউটসোর্সিং কর্মীদের সমাবেশ, ৭ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা

আউটসোর্সিং নীতিমালা-২০২৫ সংশোধনসহ সাত দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে ‘বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ’।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন।

সমাবেশে বক্তারা বলেন, ঠিকাদার নিয়ন্ত্রিত নিয়োগব্যবস্থার কারণে আউটসোর্সিং কর্মীরা নিয়মিত বেতন-ভাতা না পাওয়া, অযৌক্তিক ছাঁটাই, পদোন্নতি বৈষম্যসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। দীর্ঘদিন ধরে আন্দোলন ও মানববন্ধন করলেও সরকারের আশ্বাস বাস্তবে প্রতিফলিত হয়নি বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও জানান, আউটসোর্সিং নীতিমালায় সংশোধন এনে ঠিকাদার বাদ দিয়ে সরাসরি প্রতিষ্ঠানে নিয়োগ, চাকরির স্থায়িত্ব, পদোন্নতির নিশ্চয়তা ও বকেয়া বেতন নিষ্পত্তিসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সারাদেশের সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং ভিত্তিতে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Read Previous

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

Read Next

বঙ্গোপসাগরে নিম্নচাপের আভাস, কমবে তাপমাত্রা

Most Popular