স্কুলে ভর্তি: জালিয়াতি ধরা পড়লে আবেদন বাতিল

সারাদেশের সব সরকারি- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে আগামীকাল শুক্রবার সকাল ১১টা থেকে। ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির আবেদন ফরম পূরণের নিয়ম জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো আবেদনকারী অসদুপায় অবলম্বন করে একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে ভর্তি আবেদন নেয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। এই আবেদন প্রক্রিয়া শেষ হবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। তবে বিকেল ৫টার মধ্যে যে সব শিক্ষার্থী আবেদন করে User ID পেয়েছেন সে সব শিক্ষার্থীরা দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও Teletalk Pre-paid Mobile নম্বর হতে এসএমএসর মাধ্যমে আবেদন ফি দিয়ে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ভর্তি কমিটি-প্রধান শিক্ষকের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

কোনো আবেদনকারী অসদুপায় অবলম্বন করে একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।

লগইন করার পর স্কুলের ভর্তি সংক্রান্ত তথ্য ইনপুট দেয়ার পর সেভ করে ‘Summary’ বাটনে ক্লিক করলে পূরণকৃত সব তথ্য প্রদর্শিত হবে যা প্রিন্ট করে রাখা যাবে। কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে পুনরায় সঠিক তথ্য সেভ করে পুনরায় ‘Summary’ বাটনে ক্লিক করে তথ্যের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

Read Previous

কুরআন–হাদিসের আলোকে শীতকালের আমল

Read Next

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা

Most Popular