ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ চেষ্টার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম। বুধবার রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নাম্বার ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অজ্ঞাত হামলাকারী সন্ত্রাসীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিও এডিট করে আগুনের পরিমাণ বেশি দেখানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনার বিষয়ে ডাকসু নেত্রী রাফিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ মহানগরীর ঢোলাদিয়া এলাকায় বুধবার রাতে ডাকসু নেত্রী রাফিয়ার বাসার সামনে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে রাফিয়ার পরিবার। এ বিষয়ে তদন্ত চলছে।

Read Previous

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা

Read Next

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

Most Popular