বৃদ্ধাশ্রমে বুবলীর জন্মদিন পালন, প্রবীণদের দিলেন উপহার

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন আজ (বৃহস্পতিবার)। পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার ভিড়ে মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত দেখালেন বিশেষ এই দিনে। মূলত, বুবলী তার বিশেষ এই দিনটি কাটালেন বৃদ্ধাশ্রমে, সেখানকার প্রবীণ বাবা-মায়েদের স্নেহ ও উপহারের মাধ্যমে।

সামাজিক মাধ্যমে এদিন বিকেলে একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা। দেলখা যায়, জন্মদিনের উৎসবের মাঝে বুবলী ছুটে যান বৃদ্ধাশ্রমে। সেখানে তিনি প্রবীণদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

দেখা যায়, তিনি প্রবীণদের জন্য নতুন শীতবস্ত্র (কম্বল) উপহার হিসেবে দিচ্ছেন। শুধুমাত্র উপহার দেওয়াই নয়, পরম মমতায় একজন প্রবীণ বাবাকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন।

বৃদ্ধাশ্রমে কাটানো সময় নিয়ে নিজের গভীর অনুভূতি প্রকাশ করে বুবলী সেই পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের মতো এতো স্পেশাল সুন্দর একটি দিন আমার পরিবার, সম্মানিত সাংবাদিকগণ, প্রিয় ভক্তকূল, শুভাকাঙ্ক্ষী সহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয় যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের। ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়, এই সময়টি ঠিক তেমনই। এই বাবা-মায়েদের সাথে কাটানো সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকলো।’

বলা বাহুল্য, বুবলীর এই আয়োজন যেমন তার ব্যক্তিগত আনন্দকে ছাপিয়ে এক মানবিক আবেদন তৈরি করেছে, তেমনি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

সংবাদ পাঠিকা থেকে রুপালি পর্দার শীর্ষ তারকা হয়ে ওঠার বুবলীর যাত্রা ছিল অনন্য। ২০১৬ সালের ঈদুল আজহায় শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘সুপারহিরো’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’সহ একের পর এক সফল সিনেমাতে শাকিব–বুবলী জুটি ঢালিউডে নতুন ইতিহাস সৃষ্টি করে।

যদিও একসময় ধারণা ছিল তিনি শাকিব ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করবেন না, সেই ধারণা ভেঙে বর্তমানে তিনি সিয়াম আহমেদের মতো নতুন নায়কদের সঙ্গেও নিয়মিত কাজ করছেন। সর্বশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

বর্তমানে বুবলী ব্যস্ত ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতিতে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা। প্রায় এক দশকের ক্যারিয়ারে অনন্য জনপ্রিয়তা ও শক্ত অবস্থান তৈরি করেছেন এই নায়িকা, আর ভক্তদের অফুরন্ত ভালোবাসাকেই তিনি জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে দেখেন।

Read Previous

ইসরায়েলের হামলায় গাজায় আরও পাঁচজন নিহত

Read Next

চট্টগ্রাম বন্দর : নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

Most Popular