শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

নিজের শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিকুর রহিম। শতক থেকে এক রান দূরে থেকে প্রথম দিন শেষ করেছিলেন তিনি। সেই ১ রান নিতে বেশি সময় লাগেনি অভিজ্ঞ এই ব্যাটারের। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক হাঁকানোর কীর্তি গড়েছেন মুশফিক। টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির এটি ১২তম ঘটনা। কিংবদন্তি রিকি পন্টিং তাঁর শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন।

বিশ্ব ক্রিকেটে ১১তম হলেও নিঃসন্দেহে বাংলাদশের হয়ে প্রথম এমন কীর্তি গড়লেন মুশফিক। প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম- ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা হয়ে গেলো এই নাম।

২০ বছর আগে ক্রিকেট তীর্থ লর্ডসে টেস্ট ফরম্যাটে অভিষেক হয় মুশফিকের। সেই টেস্টে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৮৫ মিনিট উইকেটে থেকে ৫৬ বল মোকাবিলা করে ১৯ রান করে ইংলিশ পেসার ম্যাথ্যু হগার্ডের বলে বোল্ড হয়েছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৩ রান। অ্যান্ড্রু ফ্লিনটপের বলে আউট হয়েছিলেন তিনি।

এর আগে, শততম টেস্টে শতরান পার করার রেকর্ড করেছেন কলিন (ইংল্যান্ড, ১০৪ রান), জাভেদ মিয়াদাঁদ (পাকিস্তান, ১৪৫ রান), গর্ডন গ্রীনিজ (ওয়েস্ট ইন্ডিজ, ১৪৯ রান), অ্যালেক স্টুয়ার্ড (ইংল্যান্ড, ১০৫ রান), ইনজামামুল হক (পাকিস্তান, অপরাজিত ১৮৪ রান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ১২০ ও ১৪৩* রান), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা, ১৩১ রান), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা, ১৩৪), জো রুট (ইংল্যান্ড, ২১৮ রান (ডাবল সেঞ্চুরি) ও ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া, ২০০ রান)।

Read Previous

পুনরায় বাংলাদেশকে বিজনেস ভিসা দেয়া শুরু হয়েছে : জানালেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

Read Next

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরাইলের, নিহত ২৮

Most Popular