ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি ৫৯৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন।

শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৮৯ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে ৮৮ জন ও খুলনা বিভাগে ২৯ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮৬ জন পুরুষ ও ১৭০ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮৯ হাজার ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Read Previous

‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’

Read Next

একইদিনে গণভোট করতে ইসিকে চিঠি অন্তর্বর্তী সরকারের

Most Popular