বিভেদ দূর না হলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে : ইশরাক হোসেন

বাংলাদেশের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে নিজেদের মধ্যকার বিভেদ দূর করে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিগত সতেরো বছরে আমরা দেখেছি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, জাতিকে অধীনস্ত করার চেষ্টা করেছিল।

ইশরাক হোসেন বলেন, যতদিন বেঁচে থাকবো, বাংলাদেশকে কোনো দেশের দাস হতে দেব না।

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে নির্বাচনের বিকল্প নেই। পতিত স্বৈরাচার খুনি হাসিনা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তার নির্দেশে গুপ্ত সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে।

তিনি অভিযোগ করেন, এই প্রজন্মের একজন নাগরিক হিসেবে আমি বলছি- আওয়ামী লীগ নামক দল এই দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। গত বছরের গণহত্যায় খুনি হাসিনা ও যারা গুলি চালিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, বাংলাদেশের অতন্দ্র প্রহরী হিসেবে আমরা তা প্রতিহত করবো।

ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ, আব্দুস সালাম, জয়নুল আবদিনসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অন্যান্য নেতাকর্মীরা।

Read Previous

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

Read Next

রাজধানীর আলিয়া মাদরাসায় দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

Most Popular