ভূমিকম্পে ঘোড়াশালসহ দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ

ভূমিকম্পের কারণে নরসিংদীর ঘোড়াশালসহ দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বার্তায় জানায়, ভূমিকম্পজনিত প্রভাবের কারণে ঘোড়াশাল, বিবিয়ানা, বাঁশখালী, আশুগঞ্জ, সিরাজগঞ্জসহ একাধিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানিয়েছে পিডিবি।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। কয়েক সেকেন্ড স্থায়ী এই মাঝারি মাত্রার ভূমিকম্প গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, যশোর, জামালপুর, রাজশাহী, কুমিল্লা, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়।

নরসিংদীতে বড় ধরনের ভবন ধস না ঘটলেও বহু স্থাপনায় ফাটল দেখা দেয়। আতঙ্কে ভবন থেকে নামার সময় হুড়োহুড়িতে অন্তত শতাধিক মানুষ আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন। তাদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Read Previous

‘মিস ইউনভার্স’ বিজয়ী কে এই ফাতিমা

Read Next

শনিবার সিলেটের বহু এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Most Popular