শীতের আগমনে দেশের কোটি মানুষ নানান ধরনের ত্বকের সমস্যা ও চর্মরোগে ভুগে থাকেন। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ ত্বক,তাই মৌসুম পরিবর্তনের প্রভাবে এর সমস্যা তুলনামূলকভাবে বেশি দেখা দেয়। বিশেষজ্ঞরা জানান, শীতকালে সচেতনতা ও কিছু নিয়ম মেনে চললে বেশিরভাগ চর্ম সমস্যাই প্রতিরোধ করা সম্ভব।
শীতে সাধারণত যেসব ত্বক সমস্যা দেখা দেয়
১.ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া
২.কোনো কারণ ছাড়াই চুলকানি
৩.ঠোঁট ও পায়ের চামড়া ফেটে যাওয়া, ব্যথা বা ইনফেকশন
৪.খুশকি বৃদ্ধি
৫.স্ক্যাবিস ও বিভিন্ন ধরনের অ্যালার্জি
৬..পুরোনো বা উলেন পোশাক, নির্দিষ্ট কিছু ক্রিম–লোশন ব্যবহারে ত্বকে প্রদাহ
৭.ডায়াবেটিস, থাইরয়েড, কিডনির দীর্ঘমেয়াদি রোগীদের ত্বক বেশি শুষ্ক হওয়া ও চুলকানো
পরিত্রাণের উপায়, বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ নিয়ম মেনে চললেই শীতে ত্বকের অধিকাংশ সমস্যা এড়ানো যায়।
১.প্রয়োজন ছাড়া অতিরিক্ত ঠান্ডায় বাইরে না যাওয়া
২.পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ
৩.নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার
৪.অলিভ অয়েল, নারকেল তেল, গ্লিসারিন বা ভেসলিন ত্বকে লাগানো
৫.উলেন বা পুরোনো কাপড় ব্যবহারের আগে ধুয়ে নেওয়া
৬.উলের পোশাকে অ্যালার্জি থাকলে ভেতরে সুতির পোশাক পরিধান
বিশেষ সতর্কতা
ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ঠোঁট বা পা ফেটে ব্যথা বা ইনফেকশন হলে দেরি না করে চিকিৎসকের ক্ষেত্রে যেতে হবে।
যাদের সাধারণ যত্ন নেওয়ার পরও সমস্যা কমছে না-তাদের উচিত দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।
