গুলশান-মহাখালী লিংক রোডে চলন্ত বাসে আগুন

রাজধানীর মহাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশান-মহাখালী লিংক রোডে খাজা টাওয়ারের সামনে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট রওনা দেয়। তবে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলায় রাস্তা থেকে ইউনিট ফিরে আসে।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ‘২০-২২ জন যাত্রী নিয়ে বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। লিংক রোডের খাজা টাওয়ারের সামনে আগুন লাগার ঘটনা ঘটে। চালক সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, বাসের পেছনের অংশে আগুন লাগে। এরপরই তিনি বাস থামালে যাত্রীরা নেমে চলে যায়।’

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে ১০ নভেম্বর থেকে সপ্তাহখানেক রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

Read Previous

একই স্থানে বারবার কম্পন হলে বুঝতে হবে সামনে বড় বিপদ আসছে : অধ্যাপক মেহেদী আহমেদ

Read Next

কারাগারে মন্ত্রীরা আমার কাছে যেতেন : বাবর

Most Popular