প্রার্থীদের বিদেশি সম্পদের তথ্য প্রকাশ অপরিহার্য: দুদক

নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

রোববার (২৩ নভেম্বর) দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা সম্পদের বিবরণী চাচ্ছি, সেখান বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। পাশাপাশি অনুউপার্জিত সম্পদ যাদের থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে ।

এ সময় তিনি দুদকের নানা সীমাবদ্ধতারা কথা তুলে ধরে বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল ৫.২১ একর, তবে আমরা অনুসন্ধান করে পাই ২৯ একর। সে সময় দুদক সেটি তদন্ত করে বের করলেও ব্যবস্থা নেয়া যায়নি।

দুদকের চেয়ারম্যান সময় সংবাদকে জানান, নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে।

এ ছাড়া সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ঘটনার তদন্তে দুদকের উপর কোনো চাপ নেই বলেও জানান চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

Read Previous

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Read Next

আজকের দিনটি আপনার রাশির জন্য কেমন?

Most Popular