নারী ও শিশু সহিংসতার অবসানে মন্ত্রণালয়কে বর্ধিত করা জরুরি : উপদেষ্টা শারমীন মুরশিদ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন না হলে সহিংসতার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অবকাঠামো যেভাবে ধ্বংস করেছে তা এক বছরে পুনর্গঠন সম্ভব নয়। এমন কিছু প্রত্যাশা করাকে অন্যায় বলেও দাবি করেন তিনি।

তার মতে, উপজেলা ও ইউনিয়নে মন্ত্রণালয়ের কোনো কাঠামো নেই। সেসব জায়গায় নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে মন্ত্রণালয়কে বর্ধিত করতে হবে।

আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে বলেও জানান শারমিন এস মুরশিদ।

Read Previous

বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল

Read Next

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় বাড়বে: অর্থ উপদেষ্টা

Most Popular