স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম আরিফুল ইসলাম সাকিব। তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সাকিবের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পারিবারিকভাবে মানসিক চাপেও ছিলেন। খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ থাকায় অসুস্থতা সত্ত্বেও তিনি গতকাল ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন জানিয়েছে তার সহপাঠীরা। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি মাইনর স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তার। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদ বিন কামাল চৌধুরী বলেন, আমরা জানতে পেরেছি একজন শিক্ষার্থী মারা গেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। এখানে আমাদের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি রয়েছেন। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি।

মৃত শিক্ষার্থী আরিফের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

Read Previous

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৫ জনের চাকরির সুযোগ

Read Next

সম্মান পেতে যেসব আচরণ অপরিহার্য

Most Popular