৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টা পর রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে বিকেল ৫টা ২২ মিনিটে।

ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বস্তির পরিস্থিতি ও সেখানকার তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে সময় লেগেছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন খবরও আপাতত নেই।

ঘটনার শুরুর দিকে গণমাধ্যমকে আগুন লাগার সময় ও কতগুলো ইউনিট কড়াইল বস্তিতে যাচ্ছে সে তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। সে সময় তিনি জানান, আগুনের খবর পেয়ে ধাপে ধাপে ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়।

Read Previous

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন

Read Next

৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপ : প্রথম দিনই মাঠে নামবে টাইগাররা

Most Popular