ফরিদপুরে খেলাফত মজলিসের এক প্রার্থীর নির্বাচনী তোরণে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নূরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই হঠাৎ নির্বাচনী তোরণ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন বড় আকার ধারণ করে তোরণের বেশিরভাগ অংশ পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে তোরণটি প্রায় ভস্মীভূর্ত হয়ে যায়।
খেলাফত মজলিসের প্রার্থী ও সমর্থকরা অভিযোগ করেন, এটি পরিকল্পিত হামলা। তাদের দাবি, নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই তোরণে আগুন দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
