হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৩

হংকংয়ের একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। বুধবার কয়েকটি উচ্চ ভবনে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হতাহতের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের কর্মকর্তা চৌ উইং-ইন স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফায়ার সার্ভিস মোট ২৮ জন হতাহতকে উদ্ধার করেছে। এর মধ্যে নয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। ছয়জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Read Previous

৫০তম বিসিএসের প্রিলি ৩০ জানুয়ারি, লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

Read Next

একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : মির্জা ফখরুল

Most Popular