নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ২৭.৯ শতাংশ

চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয়ের প্রবাহে শক্তিশালী গতি লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, নভেম্বর মাসের ২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ হাজার ৪৯৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭.৯ শতাংশ। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৮৩৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১২ হাজার ৪৯৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ৭৭৪ মিলিয়ন ডলার।

এ বছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১২ হাজার ২৮৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ৬৫৩ মিলিয়ন ডলার।

Read Previous

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

Read Next

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে উদ্বেগ, সহায়তায় নির্দেশ তারেক রহমানের

Most Popular