বিসিএস পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জাতীয় যুবশক্তির

৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষা পেছানোর ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় যুবশক্তি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। জাতীয় যুবশক্তি মনে করে, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ বা যেকোনো প্রকারের সহিংস আচরণ গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং এই ধরনের ঘটনা রাষ্ট্রের সহনশীলতা ও জবাবদিহিতার অভাবকেই তুলে ধরে।
জাতীয় যুবশক্তি শিক্ষার্থীবৃন্দের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে এবং পিএসসি-সহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে বারবার যৌক্তিক দাবি উত্থাপনের চেষ্টা করেছে, কিন্তু কোনো কার্যকর সমাধান আসেনি। আমাদের দৃঢ় বিশ্বাস, গণঅভ্যুত্থানের পরে ক্ষমতায় আসা এই সরকার এবং পিএসসি চাকরির প্রার্থীদের, বিশেষ করে মেধাবী তরুণদের, চরমভাবে অবমূল্যায়ন করছে, যারা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে শোনা এবং তাদের প্রতি সম্মানজনক আচরণ করা উচিত ছিল। এই ধরনের নৃশংস ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং রাষ্ট্রের প্রতি তাদের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক এবং সদস্য সচিব পরীক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন এবং সর্বদা তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান এবং চাকরির সুযোগ তৈরি করা জাতীয় যুবশক্তির সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।
জাতীয় যুবশক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন অবিলম্বে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে দ্রুত সমাধান করেন।
জাতীয় যুবশক্তি শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দেশের সকল গণতান্ত্রিক ও দায়িত্বশীল মহলকে এই মানবিক বিষয়ে এগিয়ে আসার আহ্বান করছে।

Read Previous

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

Read Next

আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা ডাকসুর

Most Popular