বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে চিকিৎসকরা ঘনিষ্ঠ তত্ত্বাবধানে রেখেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়ার চিকিৎসার সব দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দলের পক্ষ থেকে বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাহিদ হোসেন।
এর আগে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে ইনফেকশন হয়েছে, পাশাপাশি তার হার্ট ও ফুসফুসের অবস্থারও অবনতি দেখা দিয়েছে। গত রোববার (২৩ নভেম্বর) রাতে চিকিৎসকদের সর্বশেষ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়।
সেদিন সন্ধ্যায় গুলশানের ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, একাধিক স্বাস্থ্য জটিলতা এবং নিয়মিত পরীক্ষার প্রয়োজনীয়তার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, তার শারীরিক অবস্থা মুহূর্তে মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে।
