ইসির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা চলছে।

বৃহস্পতিবার (নভেম্বর) সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে আরও উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবালয়ের সচিবসহ পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আনসার ও অন্যান্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার আগে নির্বাচনসংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থাপনা, মাঠ পর্যায়ের প্রস্তুতি, ভোটের আগে-পরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির সময়সীমা, ভোটকেন্দ্রে কতজন সদস্য দায়িত্ব পালন করবেন— এসব বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত হতে পারে।

সভায় নির্বাচনী পরিবেশ সুরক্ষা, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা, সহিংসতা প্রতিরোধ, সমন্বয় ব্যবস্থা জোরদারকরণ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে ২০ অক্টোবর প্রথম দফায় প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা কৌশল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

Read Previous

হাসিনার বিরুদ্ধে ৩টি প্লট দুর্নীতি মামলা, ২১ বছরের সাজা

Read Next

পেরুর সাবেক প্রেসিডেন্ট ভিজকারার ১৪ বছরের কারাদণ্ড

Most Popular