প্রথমবার ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানজনক ন্যাশনাল ডিফেন্স মেডেল (গোল্ড ক্যাটাগরি) পেয়েছেন এক বাংলাদেশি সেনা কর্মকর্তা। এই সেনা কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম। বুধবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে তার বাসভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামকে এই পদক তুলে দেন।

আইএসপিআর এর তথ্যানুযায়ী, ব্রিগেডিয়ার আজহার ২০২২–২০২৩ সালে কর্নেল পদে থাকা অবস্থায় মালিতে অবস্থিত মিনুসমা সদর দপ্তরে ডেপুটি চিফ অব স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ সময়ে তার সমন্বয়ে বিভিন্ন দেশের ১৩ হাজারেরও বেশী শান্তিরক্ষীর লজিস্টিকস ও সাপোর্ট কার্যক্রম পরিচালিত হয়েছিল।

২০২২ সালে ফরাসি বাহিনীর ‘অপারেশন বারখানে’-এর অধীনে মালি থেকে নাইজার ও চাদে পুনঃস্থাপিত হলে উত্তর মালি অঞ্চলের বেশ কয়েকটি ক্যাম্প জাতিসংঘ মিশনের কাছে হস্তান্তর করা হয়। কর্নেল আজহারের নেতৃত্বাধীন লজিস্টিকস দল এ সময় ফরাসি বাহিনীর নিরাপদ প্রত্যাহার ও জাতিসংঘ সদস্যদের নির্বিঘ্ন মোতায়েনে সহায়তা করেছিলেন।

পরবর্তীতে ২০২৩ সালে মালি থেকে জাতিসংঘের পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হলে মাত্র ছয় মাসে আজহারের দলের পরিকল্পনা ও সমন্বয়ের কারণে সকল শান্তিরক্ষী সদস্য ও তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি সফলভাবে সরিয়ে আনা সম্ভব হয়।

ফ্রান্স সরকার তার এই পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্রিগেডিয়ার আজহার এর পূর্বে সুদান, আইভরি কোস্ট এবং সোমালিয়াতেও শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Read Previous

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন

Read Next

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

Most Popular